প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে কমিটি গঠনের সভায় হামলার শিকার ইউপি চেয়ারম্যান
২০২৪ অক্টোবর ০২ ১৭:৫৬:৩৪আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ওয়ার্ড পর্যায়ে আইন শৃংখলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক কমিটি গঠনের সভায় হামলার শিকার হলেন বাকাল ইউপি চেয়ারম্যান, উপজেলা কেন্দ্রীয় পুজা উদযাপন পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিপুল দাস।
আজ বুধবার দুপুরে বাকাল ইউনিয়ন পরিষদে হামলার ঘটনার পরে থানা পুলিশ ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আহত চেয়ারম্যান বিপুল দাস প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
আহত চেয়ারম্যান বিপুল দাস জানান- শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে তার ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে আইন শৃংখলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক কমিটি গঠনের লক্ষে বুধবার ইউনিয়ন পরিষদে মিটিং ডাকা হয়।
ওই মিটিংএ অন্যান্য ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্ন হলেও ৯নং ওয়ার্ডের কমিটি গঠনের সময় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেমায়েত সিকদারের ভাই স্থানীয় বিএনপি নেতা জামাল সিকদার পাঁচ জনের নাম প্রস্তাব করেন। এসময় সভায় উপস্থিত লোকজন ৫ সদস্যর কমিটির পরিবর্তে ৮ সদস্যর কমিটি গঠনের প্রস্তাব রাখেন।
তাদের প্রস্তাব অনুযায়ি পূর্বে উল্লেখিত পাঁচ জনের নাম ব্যতীত বাকী ৩ জনের নাম প্রস্তাব আকারে আসলে তা নিয়ে বিতর্ক ও বাক বিতন্ডার এক পর্যায়ে বাকাল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য জিকরিয়া খান উত্তেজিত হয়ে স্থানীয় বিএনপি নেতা জামাল সিকদারকে চেয়ার দিয়ে মারধর করতে গেলে জিকিরিয়া খানের হামলায় চেয়ারম্যান বিপুল দাস আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। আহত বিপুল দাস জানান, তিনি প্রাথমিক টিকিৎসা গ্রহন করেছেন।
থানা অফিসার ইন চার্জ মো. আলম চাঁদ ও ডিউটি অফিসারের সরকারী ফোনে একাধিকবার ফোন দিলেও তারা ফোর রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
(টিবি/এসপি/অক্টোবর ০২, ২০২৪)