প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বরিশালে জিয়া শিশু কিশোর মেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
২০২৪ অক্টোবর ০২ ১৮:০৪:৪০আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘আজকের শিশু আগামীর ভবিষ্যত’ শ্লোগানকে সামনে রেখে জিয়া শিশু কিশোর মেলার বরিশাল মহানগর ও দক্ষিণ জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার ও সাধারণ সম্পাদক আফতাবুল আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে আজ বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
জিয়া শিশু কিশোর মেলার পূর্ণাঙ্গ অনুমোদিত কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মীর আশিক আহমেদ শাহিনকে সভাপতি ও মোঃ সাদ ইসলামকে সাধারন সম্পাদক ও তারেক মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি এবং আহম্মদুল কবির বিপ্লব মোল্লাকে সভাপতি, কামরুন নাহার পলিকে সাধারণ সম্পাদক ও মিলন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে দক্ষিণ জেলায় ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়েছে।
(টিবি/এসপি/অক্টোবর ০২, ২০২৪)