প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় বিদ্যুতায়িত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
২০২৪ অক্টোবর ০২ ১৮:৩৯:৪৪রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শফিকুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে সাতক্ষীরা শহরের পলাশপোলে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া রামনগর গ্রামের মোনতেজ কারিকরের ছেলে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, শফিকুল ইসলাম পলাশপোলের মিন্টু রহমানের নির্মাণাধীন তিনতলায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে অসাবধানতাবশত মেইন লাইনের তারে হাত লেগে বিদ্যুস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, কারো কোন আপত্তি না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(আরকে/এসপি/অক্টোবর ০২, ২০২৪)