ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০১৭

২০২৪ অক্টোবর ০২ ২১:৫৭:৫৩
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০১৭

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০১৭ জন।

বুধবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৯১ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, খুলনা বিভাগে ৯২ জন, বরিশাল বিভাগে ৭৬, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন ও সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২৪)