প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
ফরিদপুরে শেখ হাসিনাসহ আ.লীগের ৫০০ নেতাকর্মীর নামে মামলা
২০২৪ অক্টোবর ১২ ১৪:২৫:৫১স্টাফ রিপোর্টার : ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ.লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪) ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নামে (৬৮) হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
এছাড়া ফরিদপুর জেলা আ.লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আ.লীগ ও তার অঙ্গ সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে মামলায় আসামি করা হয়।
শনিবার (১২ অক্টোবর) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী ফরিদপুরের কোতয়ালী থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।
পুলিশ সুপার বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আ.লীগের নেতাকর্মীদের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
(ওএস/এএস/অক্টোবর ১২, ২০২৪)