প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
রাজবাড়ীতে ভেজাল মদপানে একজনের মৃত্যু, হাসপাতালে ২ জন
২০২৪ অক্টোবর ১৪ ১৮:৪০:৪২একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর সোনাপুরে ভেজাল মদপানে জয় কুমার বিশ্বাস (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আরও দুইজন অসুস্থ অবস্থায় হসপিটালের ভর্তি রয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন।
নিহত জয় কুমার বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার সোনাপুর মাঝি পাড়া এলাকার বিধান কুমার বিশ্বাসের ছেলে। সে সোনাপুর মীর মোশাররফ হোসেন ডিগ্রী কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন, মদন কুমার বিশ্বাস (৪০) ও তার ছেলে বিজয় কুমার বিশ্বাস (১৮)। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোনাপুর চন্দনা সর্বজনীন দূর্গা মন্দির কমিটি কয়েক জন প্রতিমা বিসর্জ্জন উপলক্ষে অতিরিক্ত পরিমাণে ভ্যাজাল মদ্যপান করে।এদের মধ্যে একজন রাতেই বাড়িতে মারা যায়। আরও দুই জন অসুস্থ হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখন সুস্থ আছে।
স্থানীয় তন্ময় কুমার বিশ্বাস বলেন, পূজার উপলক্ষে মদের অতিরিক্ত চাহিদা থাকে। এসময় অতিরিক্ত মুনাফার আশায় মাদক ব্যবসায়ীর ভ্যাজাল মদ্য বিক্রি করে। আমাদের এখানে অনেকই ভ্যাজাল মদ্যপান করে অসুস্থ হয়। এদের মধ্যে জয় নামে এক জনের মৃত্যু হয়েছে। আরও দুই জন অসুস্থ অবস্থায় ফরিদপুর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।
সোনাপুর বাজারে পল্লি চিকিৎসক নীরোদ বরণ বিশ্বাস বলেন, জয় নামে একটি ছেলে অসুস্থ বলে আমাকে ডেকে নিয়ে যায়। তারা আমাকে প্রথমে বলেছিলো কয়েক দিন উপবাস থাকার কারণে গ্যাসের সমস্যা হইছে। আমি স্যালাইন ওষুধ দিয়ে চলে আসি। রাত ১ টার দিকে জয় কে পরিবারের লোকজন আমার বাড়ির সামনে ইজিবাইকে করে নিয়ে আসে। তখন তারা স্বীকার করে মদ্যপান করেছে। আমি বিপি দিয়ে চেকআপ করে দেখি সে মারা গেছে। তাদের কে বিষয় টি বললে তারা লাশ বাড়ি নিয়ে যায়।
নিহত জয়ের পিতা বিধান কুমার বিশ্বাস মদ্যপানের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার ছেলে কখনো এসব পান করতো না। পূজায় উপবাস থাকার কারণে পেটে অতিরিক্ত গ্যাস হয়ে তার মৃত্যু হয়েছে।
নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য পলাশ কর বলেন, মদন কুমার বিশ্বাস ও তার ছেলে বিজয় কুমার বিশ্বাস মদপানের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জয় নামে এক জনের মৃত্যু হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, সোনাপুরে কয়েকজন পূজা উপলক্ষে মদপানে একজনের মৃত্যু হয়েছে, আরও দুই জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
(একে/এসপি/অক্টোবর ১৪, ২০২৪)