ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে মদপানে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

২০২৪ অক্টোবর ১৪ ১৯:১১:১১
ফরিদপুরে মদপানে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে মদ পান করে স্বপ্না বাওয়ালি (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালির মেয়ে। চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন স্বপ্না।

রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ নিয়ে গত দু ‘দিনের ব্যবধানে মদপানে ফরিদপুরে ৩ নারী শিক্ষার্থীর মৃত্যু হলো।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় বড় বোন সুস্মিতার সঙ্গে পূজামণ্ডপে ঘুরাঘুরির জন্য বের হয় স্বপ্না। রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে।

পারিবারিক সূত্র জানায়, রবিবার বিকেল ৫ টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে তার কাছে জানতে চাইলে সে মদ পানের কথা স্বীকার করে। তবে কখন কাদের সঙ্গে মদ পান করেছে তা জানায়নি স্বপ্না। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আবিদ হোসেন বলেন, স্বপ্না বাওয়ালি নামে ১৭ বছরের এক কিশোরীর অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে। রোগীর সঙ্গে আসা তার বড় বোন সুস্মিতা বাওয়ালির ভাষ্য অনুযায়ী সে অ্যালকোহল পান করে। পরে তার পায়খানা, বমি হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সঙ্গে সঙ্গে তার ইসিজি করতে গেলে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফফার বলেন, 'অতিরিক্ত মদপানে স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি গাফফার।’

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার দিবাগত রাতে পূজা বিশ্বাস (২০) ও রত্না সাহা (২৪) নামে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দুই শিক্ষার্থী মদপানে মৃত্যু করেন। তবে অতিরিক্ত মদপান নাকি ভেজাল মদপানে এই ৩ শিক্ষার্থীর মৃত্যু হলো, তার অধিকতর তদন্তের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীরা। এছাড়া কোন উৎসবে মদসহ সব ধরণের মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি'র পাশাপাশি ওসব যেনো কোন ভাবেই সহজলভ্য না হয় সেই ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

(আরআর/এসপি/অক্টোবর ১৪, ২০২৪)