ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দুর্গা পূজায় সকলের সহযোগিতার জন্য এসপি প্রত্যুষ কুমারের কৃতজ্ঞতা প্রকাশ

২০২৪ অক্টোবর ১৪ ১৯:১৩:৩৭
দুর্গা পূজায় সকলের সহযোগিতার জন্য এসপি প্রত্যুষ কুমারের কৃতজ্ঞতা প্রকাশ

শেখ এনামূল হক বিদ্যুৎ, নারায়ণগঞ্জ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকলের সহযোগিতায় সুন্দর ভাবে উৎসব শেষ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গত রবিবার শারদীয় দুর্গাপূজার বিজয় দশমী-তে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার, ফায়ার সার্ভিস সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই পাঁচ দিন নিরাপত্তার স্বার্থে অক্লান্ত পরিশ্রম করেছেন। সেইসাথে পূজা উদযাপন নির্বিঘ্নে করার জন্য পূজা উদযাপন কমিটি ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এসময় পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসবি/এসপি/অক্টোবর ১৪, ২০২৪)