ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

বাফুফে নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ফিফা-এএফসি

২০২৪ অক্টোবর ২১ ১৫:৩০:৩২
বাফুফে নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ফিফা-এএফসি

স্পোর্টস ডেস্ক : ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসছেন ফিফা ও এএফসি প্রতিনিধি। বাফুফের বিগত নির্বাচনেও ফিফা-এএফসি প্রতিনিধি এসেছিলেন।

২৪ অক্টোবর এএফসি প্রতিনিধি ক্যাটেল আসবেন। তিনি এএফসির মেম্বার এসোসিয়েশন সাউথ এশিয়ান ইউনিটের প্রধান। তিনি আসার পরের দিন আসবেন ফিফার কর্মকর্তা প্রিন্স রুসেফ। তিনি ফিফার সদস্য দেশের কর্মকান্ড পর্যবেক্ষণ করেন। প্রিন্স বাংলাদেশে একাধিকবার এসেছেন। প্রিন্সের পাশাপাশি ফিফা থেকে আরেক মাহমুদ মনসুরেরও আসার কথা রয়েছে।

বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি ছাড়া সভাপতি, সহ-সভাপতি, সদস্য এই তিন পদে ভোটাভুটি হবে। ১৩৩ জন কাউন্সিলর ২৬ অক্টোবর ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচনের সামগ্রিক পরিবেশ এএফসি, ফিফা প্রতিনিধি পর্যবেক্ষণ করবে। সাফের প্রতিনিধিও থাকবে পর্যবেক্ষক হিসেবে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া দায়িত্ব নেয়ার পর কয়েকবার বিসিবিতে গেছেন। বাফুফেতে এখনো আসেননি। আজ দুপুরে বাফুফে ভবন পরিদর্শনে আসবেন তিনি।

(ওএস/এএস/অক্টোবর ২১, ২০২৪)