ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » ঘুরে এলাম » বিস্তারিত

সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন সিদ্ধান্ত

২০২৪ অক্টোবর ২২ ২৩:১৭:৫১
সেন্টমার্টিন ভ্রমণে সরকারের নতুন সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার : সেন্টমার্টিন দ্বীপের পরিবেশবান্ধব আবহ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দ্বীপটিতে পর্যটন কয়েক মাসের জন্য সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে তারা সেখানে রাতে অবস্থান করতে পারবেন না।

ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং তারা রাত্রিযাপন করবেন। তবে দিনে পর্যটকের সংখ্যা দুই হাজারের বেশি হতে পারবে না।

অন্যদিকে দ্বীপ পরিষ্কার ও পরিবেশ রক্ষার জন্য ফেব্রুয়ারি মাসে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

এ সময় প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/অক্টোবর ২২, ২০২৪)