ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘এ সমাজে প্রতিটি হত্যার বিচার হবে’

২০২৪ অক্টোবর ২৭ ১৮:৪৫:৪০
‘এ সমাজে প্রতিটি হত্যার বিচার হবে’

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : হাজারো জনতার উপস্থিতিতে জমায়েত ইসলামী নেতৃবৃন্দদের নিয়ে আজ রবিবার বিকেলে সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমী মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলা শাখা।

জামায়াত ইসলামের আমির উপজেলার সভাপতি মাওলানা মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র ও আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ শামীম সাঈদী। জামায়াত ইসলাম ফরিদপুর জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ বদুরুদ্দীন। বিভিন্ন ইউনিয়নের আমিরগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে তাদেরকেই ভোট দিবেন যারা কুরআনের পক্ষে, লুটতরাজের বিরুদ্ধে, সুদ ঘুষের বিরুদ্ধে। তিনি আরো বলেন এই সমাজে আর মাদক চলবেনা, এই সমাজে প্রতিটা হত্যার বিচার হবে।

(পিবি/এসপি/অক্টোবর ২৭, ২০২৪)