ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত আরও ৬২

২০২৪ অক্টোবর ৩০ ১৩:৪৫:২৫
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত আরও ৬২

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও নারী রয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

গাজার সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, বেইত লাহিয়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গত তিন সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের কারণে তাদের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

এক বছরের বেশি সময় ধরে চলছে গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন। ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে উপত্যকাটি।

গেল ২৪ দিনে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর চালানো স্থল অভিযানে প্রাণ গেছে হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনির। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ নিয়ে উপত্যকাটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ হাজার। আহত ১ লাখেরও বেশি মানুষ।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৪)