ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

২০২৪ নভেম্বর ০১ ১৯:৫৩:১৮
ফরিদপুরে খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর শহরের বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি দোকানের অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ১২০০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে।

খাবারের হোটেলের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, মুল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অপরাধে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় পাঁচতারা হোটেল এন্ড রেস্টুরেন্টে কে দুই হাজার টাকা ও মুজিব সড়ক ঝিলটুলীতে ধানশিড়ি হোটেল কে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এছাড়াও বেশ কিছু হোটেলে সতর্কবার্তা দিয়ে যান এই কর্মকর্তা। খাবারের মান ও খাবারের পরিবেশ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় পৌরসভার সেনেটারি অফিসার ও আনসার ব্যাটেলিয়ানের সদস্যরা উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/নভেম্বর ১, ২০২৪)