প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব পালিত
২০২৪ নভেম্বর ০১ ১৯:৫৭:১২রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি উৎসব পালিত হয়েছে বৃহস্পতিবার।
এ উপলক্ষে প্রত্যেক মন্দিরে চলেছে মা কালি'র আরাধনা। এর আগে সন্ধ্যায় বিভিন্ন স্থানে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দীপাবলীর উৎসব পালিত হয়।
এ ব্যাপারে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের পূজা মন্দিরের পুরোহিত পরিমল কুমার মৈত্র বলেন, 'আমরা কালীপূজা করি বিশ্ব শান্তির জন্য, মা কালী যাতে সমস্ত পৃথিবীর মানুষদের রক্ষা করেন এজন্য। মানুষের বিপদ থেকে মুক্তির জন্য প্রতিবছর এই পূজা করা হয়ে থাকে। শহরের বিভিন্ন পুজা মন্দির গুলোতে রাত ৮টা থেকে ৯ টার মধ্যে পুজা অনুষ্ঠিত হয়। এ সময় ভক্তবৃন্দ ওই পূজায় অংশগ্রহণ করেন। পূজা ছাড়াও যজ্ঞনুষ্ঠান, অঞ্জলি, প্রসাদ বিতরণ ইত্যাদি অনুষ্ঠানমালার আয়োজন ছিলো। এদিকে পূজা উপভোগ করতে শহরের বিভিন্ন স্থানের ভক্তবৃন্দ কে বিভিন্ন মন্দির ঘুরে প্রতিমা দেখতে দেখা যায়।
এদিকে আজ শুক্রবার শ্যামা পূজা উপলক্ষে ফরিদপুর শহরের সিং পাড়ায় থেকে ধর্মীয় অনুষ্ঠান ও কুপন বিতরণের মাধ্যমে পুরস্কার বিতরণী আয়োজন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ওই লাকি কুপনের র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি রঙিন টেলিভিশন।
এছাড়া আজ শুক্রবার (১ নভেম্বর) শহরের বিভিন্ন মন্দিরে শ্যামা পূজা উপলক্ষে থেকে ধর্মীয় ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
(আরআর/এএস/নভেম্বর ১, ২০২৪)