ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

২০২৪ নভেম্বর ০২ ১৮:১৮:১৬
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপনায় ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইউনেস্কোর অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে ওই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবনের সেমিনার হলে ‘ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা’ বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়।

শোভাযাত্রা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মুহাম্মদ উমর ফারুক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর একেএম মহিউদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুশতাক ইবনে আয়ূব। বিষয়ের ওপর মূল আলোচনা করেন অধ্যাপক ডক্টর সাবিনা ইয়াসমিন।

ভাসানী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরামর্শদান কেন্দ্রের পরিচালক ডক্টর মো. ফজলুল করিম সেমিনারাট সঞ্চালনা করেন।

(এসএম/এসপি/নভেম্বর ০২, ২০২৪)