প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
লোহাগড়ায় আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন স্মারকলিপি প্রদান
২০২৪ নভেম্বর ০৮ ১৮:৪৯:৪৯নড়াইল প্রতিনিধি : পদ্মাসেতু রেল প্রকল্পের আওতায় ঢাকা-ভাঙ্গা-নড়াইল-খুলনা রুটে ট্রেন চলাচল এখন উদ্বোধন অপেক্ষায় রয়েছে। এই রুটের লোহাগড়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে যশোর-কালনা মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভীর জর্জ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুনসহ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-ভাঙ্গা-নড়াইল-খুলনা রুটে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এই রুটের ওপর দিয়ে আন্ত: নগর ট্রেন যাতায়াত করবে, অথচ সেই ট্রেন লোহাগড়া রেল স্টেশনে যাত্রা বিরতি করবে না। এতে করে এলাকাবাসীর দুর্ভোগ আরো বাড়বে। মানববন্ধন থেকে বক্তারা নড়াইলের নব নির্মিত রেলওয়ে ষ্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান।
মানববন্ধন শেষে বিএনপির একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
(আরএম/এসপি/নভেম্বর ০৮, ২০২৪)