ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

‘ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত না’

২০২৪ নভেম্বর ১৫ ১৮:২২:৩৯
‘ফ্যাসিবাদের দোসরদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত না’

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : জামায়াতে ইসলামের কেদ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা দেশের আলেম-ওলামাদের বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য রেখেছেন, যারা প্রকাশ্যে ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের উপদেষ্টা পরিষদে থাকা উচিত না। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের জনগণের সার্ভ করেছে তাদের মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ কর্মকর্তা-কর্মচারী এই ফ্যাসিবাদের দোষর ছিল। কদিন আগে এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সত্য তথ্য গ্রহণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আজ শুক্রবার সকালে বাগেরহাট দশানি খানজাহান আলী আলিম মাদ্রাসা মাঠ অনুষ্ঠিত জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রায় ১৮ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত বাগেরহাটের জেলা জামায়াত ইসলামের রুকন সম্মেলনে বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনার সহকারী আঞ্চলিক পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যক্ষ মশিউর রহমান, বাগেরহাট জেলা জামায়াতে নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামাতের সেক্রেটারি জেনারেল শেখ ইউসুফ আলী, সহকারী সেক্রেটারি জেনারেল ইকবাল হোসেন। জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, অধ্যাপক আব্দুল আলীম, মনজুরুল হকের রাহাত প্রমুখ।

(এসএস/এসপি/নভেম্বর ১৫, ২০২৪)