প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত
ভর্তি বাতিল
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’র ২২ শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত
২০২৪ নভেম্বর ১৯ ১৮:৩৬:০০তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২২ শিক্ষার্থীর ভর্তি করা হয়েছে। এতে তাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সেই সাথে দুঃশ্চিন্তা ও হতাশায় পড়েছেন অভিভাবকরা। টেকনিক্যাল কারণে তাদের ভর্তিতে সমস্যা হয়েছে। এ বিষয়টি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিভিন্ন কোটায় ভর্তির জন্য ২২ শিক্ষার্থী নির্বাচিত হন। রীতিমত বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি জমা সহ বিধি মোতাবেক সব প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হয়। এরপর তারা ক্লাসে যোগ দেয়। এদের মধ্যে অনেক শিক্ষার্থী পছন্দের সাবজেক্ট পেয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বাতিল করে বশেমুরবিপ্রবিতে ভর্তি হয়েছিলেন।
শিক্ষার্থী ইকরা আক্তার, সাবিদুন নাহার ও সাজনান আনার চেীধুরী বলেন, ভর্তির পর ওরিয়েন্টেশন ক্লাস ছাড়াও আমরা কেউ, কেউ ২/৩ দিন মনের আনন্দে ক্লাস করেছি। অথচ এরপর একটি সেলফোন নম্বর থেকে আমাদের পৃথকভাবে জানানো হয় আমাদের ভর্তি বাতিল করা হয়েছে। এটা নাকি টেকনিক্যাল সমস্যা। মাথায় বাজ ভেঙ্গে পড়ে আমাদের। অভিভাবকদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। আমদের অধিকাংশ শিক্ষার্থীর এটি দ্বিতীয় বছর। এবার ভর্তি হতে না পারলে তাদের শিক্ষা জীবন শেষ হয়ে যাবে । খবর পেয়ে আমার ছুটে আসি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু, তারা আমাদের কোন সদুত্তর দিতে পারেননি। শুধু বলেছেন যে ক‘জন শিক্ষার্থী ভর্তি করার কথা তা করা হয়ে গেছে। টেকনিক্যাল সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ২২ ভর্তি করা হয়। এ কারণে আমাদের ভর্তি বাতিল করা হয়েছে। তারা আমাদের দেওয়া টাকা-পয়সা ও কাগজ-পত্র ফেরত নিতে বলেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমে কোন কথা বলতে রাজি হয়নি।
তবে ভর্তি কমিটির সাধারণ সম্পাদক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান টেকনিক্যাল সমস্যার কথা উল্লেখ করে বলেন, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে। সেখান থেকে এ ব্যাপারে যে সুপারিশ আসবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
(টিবি/এসপি/নভেম্বর ১৯, ২০২৪)