প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত
নতুন মামলায় গ্রেফতার আনিসুল-ইনুসহ ৬ জন
২০২৪ নভেম্বর ২০ ১৩:২৯:০৭স্টাফ রিপোর্টার : রাজধানীর ৫ থানার পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। অন্যরা হলেন, জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান।
বুধবার (২০ নভেম্বর) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
রাজধানীর পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেন হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে সাবেক মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান আসিবুর রহমান খানকে গ্রেফতার দেখিয়েছে।
শাহজাহানপুর থানাধীন এলাকায় বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টা ও অপহরণের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুলকে হক গ্রেফতার দেখানো হয়েছে।
মিরপুর থানাধীন এলাকায় মাদরাসা শিক্ষার্থী ও কিশোর মিজানুর রহমান হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়।
গত ৫ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেফতার করা হয়।
গত ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম।
গত ১৯ আগস্ট রাতে ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়।
গত ১৮ অক্টোবর দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।
(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৪)