ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে মদ্যপানে শিক্ষার্থীর মৃত্যু, একজন চিকিৎসাধীন 

২০২৪ নভেম্বর ২০ ১৮:২৫:০৪
নড়াইলে মদ্যপানে শিক্ষার্থীর মৃত্যু, একজন চিকিৎসাধীন 

নড়াইল প্রতিনিধি : নড়াইলের মহাজন গ্রামের মালোপাড়ায় অতিরিক্ত মদ্যপানে একজন দশম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ওই শিক্ষার্থীর মৃত্যু হলেও আজ বুধবার দুপুরে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

অতিরিক্ত মদ্যপানে মারা যাওয়া পুজা কর (১৪) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে। এ ঘটনায় অপর স্কুল ছাত্রী ত্রি-নয়নী বিশ্বাস অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ত্রি-নয়নী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।

পারিবারিক সুত্রে জানা,গেছে, পূজা উপলক্ষে পূজা কর ও তার খালাতো বোন ত্রি-নয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে। পুজা-পর্বনকে কেন্দ্র করে তারা দুজনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পূজা করকে মৃত ঘোষনা করেন। অসুস্থ ত্রি-নয়নী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ খালিদ সাইফুল্লা বেলাল জানান, পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার পরিবার জানায় "পূজা" অতিরিক্ত মদ্যপান করেছিলো। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে। আর অসুস্থ ত্রি-নয়নী চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, খোঁজ খবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরএম/এসপি/নভেম্বর ২০, ২০২৪)