ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
প্রচ্ছদ » ক্যাম্পাস » বিস্তারিত
ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় ২ দিন বাড়ল
২০২৪ নভেম্বর ২২ ১৩:১০:৪৪স্টাফ রিপোর্টার : কারিগরি সমস্যার কারণে সেবাদানে বিঘ্ন ঘটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ওয়েবসাইটে বলা হয়েছে, কারিগরি সমস্যার কারণে সেবাদানে বিঘ্ন ঘটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ২৭ নভেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সব অপারেটরের মাধ্যমে এসএমএস চালু রয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ভর্তির আবেদনের সময় অপারটরদের মাধ্যমে মেসেজ করার পরও ফিরতি মেসেজ না পাওয়ার অভিযোগ করেন একাধিক ভর্তিচ্ছু।
(ওএস/এএস/নভেম্বর ২২, ২০২৪)