প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
শিল্পী কাইয়ুম চৌধুরী শেষ কথা
২০১৪ ডিসেম্বর ০১ ১০:৫১:৪৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব মঞ্চে কাইয়ুম চৌধুরী তার বক্তৃতায় বলেন, ‘আমাদের এ অঞ্চলে চিত্রশিল্পচর্চার তেমন কোনো প্রতিষ্ঠান ছিল না। নোয়াখালীতে অনাড়ম্বর পরিবেশে একটি প্রতিষ্ঠান ছিল। যা চিত্রশিল্পের জন্য যথেষ্ট ছিল না। ১৯৪৮ সালে ঢাকা আর্ট কলেজ প্রতিষ্ঠার পূর্ববাংলায় চিত্রশিল্পের স্বপ্নযাত্রা শুরু হয়। তারপর থেকে অনেকেই চিত্রশিল্পচর্চায় আসে, কিন্তু সেই শিল্পের প্রসার ঘটানোর মতো উপযুক্ত পৃষ্ঠপোষক ছিল না। বেঙ্গল ফাউন্ডেশন সেই পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে। তাই বলা যায়, বাংলা সংস্কৃতির অদম্য পুরুষ বেঙ্গলের সভাপতি আবুল খায়ের লিটু।’ এই কথাগুলোই ছিল তার শেষ কথা। এরপর তিনি ফের কথা বলতে চেয়ে মঞ্চে উঠে অসুস্থ হয়ে পড়ে যান।
বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু জানান, রবিবার ৮টা ৪০ মিনিটে সঙ্গীতানুষ্ঠান শুরুর আগে মঞ্চে বক্তৃতা দিয়ে কাইয়ুম চৌধুরী নেমে যাওয়ার পর বক্তৃতা দিচ্ছিলেন ড. আনিসুজ্জামান। এরপর কাইয়ুম চৌধুরী আবার ফিরে এসে মঞ্চে উঠতে চাইলে আবুল খায়ের লিটু তাঁকে মাইকের কাছে নিয়ে যান। এ সময় কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমার একটি কথা বলার আছে।’ এর পরই তিনি পড়ে যান এবং সাথে সাথে তাঁকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ১০টায় কাইয়ুম চৌধুরীর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৪)