ঢাকা, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

২০২৪ নভেম্বর ২৮ ১৮:০৯:০৩
রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকঠামোগুলোকে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউক্রেন জানিয়েছে, বুধবার রাতে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে এই হামলা চালানো হয়। বিদ্যুতহীন অবস্থা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বের খারকিভ থেকে পশ্চিমের লুতস্ক এবং দক্ষিণের ওডেসা পর্যন্ত ইউক্রেনজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে “নীচু মানসিকতার উস্কানি” বলেছেন।

তার দাবি, রাশিয়া এই হামলায় গুচ্ছ বোমাসহ ১০০টি ড্রোন ও ৯০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

ইউক্রেনের ইঞ্জিনিয়াররা অবকাঠামোগুলো মেরামতের কাজ শুরু করেছেন।

বিবিসির পল অ্যাডামসের প্রতিবেদন অনুযায়ী, এটি চলতি মাসে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় রাশিয়ার দ্বিতীয় হামলা।

তিনি বলেন, শীতকাল শুরু হতে না হতেই রাশিয়া দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে হামলা শুরু করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত রাতে তার বাহিনী ইউক্রেনে ৯০টি ক্ষেপণাস্ত্র ও ১০০টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে।

গত সপ্তাহে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালানো শুরু করে ইউক্রেন। এর প্রতিশোধ হিসাবেই এই হামলা চালানো হয়েছে বলে জানান পুতিন।

পুতিন আরও জানান, রাশিয়া ইউক্রেনে বিভিন্ন লক্ষ্যবস্তু নির্ধারণ করছে। কিয়েভের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা হতে পারে।

তথ্যসূত্র : বিবিসি, আল জাজিরা

(ওএস/এসপি/নভেম্বর ২৮, ২০২৪)