ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

ইসকন ইস্যুতে কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ

২০২৪ নভেম্বর ২৮ ২২:৫২:২৮
ইসকন ইস্যুতে কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে বিক্ষোভ হয়েছে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিয়ালদহ থেকে বাংলাদেশের উপ-দূতাবাস পর্যন্ত মিছিল করেছে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। মিছিলটি বেকবাগানের সামনে যেতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় কলকাতা পুলিশ।

কিন্তু বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পুলিশের দেওয়া পরপর দুটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিক্ষোভকারীদের।

এদিন ব্যারিকেডে চাপা পড়ে বঙ্গীয় হিন্দুর জাগরণ মঞ্চের বেশ কয়েকজন সদস্য আহত হন। একজন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তার মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে।

পরে বঙ্গীয় হিন্দুর জাগরণ মঞ্চের পাঁচজনের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশের উপ-দূতাবাসে ডেপুটেশন দিতে যাওয়ার অনুমতি দেয় কলকাতা পুলিশ।

আন্দোলনকারী রাধারমন দাস বলেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। সেখানে কলকাতা পুলিশ আমাদের আটকে দেয়। পুলিশের এই অন্যায়ভাবে আটকানোকে আমরা ধিক্কার জানাচ্ছি।

তিনি আরও বলেন, যতক্ষণ না চিন্ময় কৃষ্ণ দাস নিঃশর্ত মুক্তি পাচ্ছেন, ততদিন আমাদের এই আন্দোলন চলবে।

এদিকে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ অভিযোগ করেছেন, অশান্তি করতে গিয়ে বাংলাদেশের ইস্যুকে ঘেঁটে দিচ্ছে বিজেপি। রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৪)