ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৪৮, নিহতের সংখ্যা ৪৪ হাজার ৩৩০
২০২৪ নভেম্বর ২৯ ১৫:২০:৩৫আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলায় গাজায় ২৪ ঘণ্টায় ৪৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৩ জন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ৩৩০ জনে এবং মোট আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৩৩ জন।
২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।
(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০২৪)