ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

‘গরীবরা কারও টাকা মেরে খায় না’

২০২৪ নভেম্বর ২৯ ১৮:২২:০৯
‘গরীবরা কারও টাকা মেরে খায় না’

একে আজাদ, রাজবাড়ী : গরীবরা কারও টাকা মেরে খায় না বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান জুয়েল।

আজ শুক্রবার রাজবাড়ীর পাংশা উপজেলার কেওয়াগ্রামে 'প্রান্তিক জনকল্যাণ সংস্থা'র আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে সহজ শর্তে কর্জ প্রদান, সংগঠনটির আঞ্চলিক কার্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি সংস্থাটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন।

তিনি বলেন, কৃষকদের মাঝে যে টাকা বিরতণ করা হচ্ছে তা প্রান্তিক জনকল্যাণ সংস্থার আজীবন সদস্যদের টাকা। এই সংস্থাটির সদস্যরা প্রান্তিক চাষীদের সহজ শর্তে বিণা স্বার্থে কর্জ দিয়ে থাকে। এখাসে কোন মুনাফা নেওয়ার সুযোগ নেই, এমনকি কোন ফি নেওয়ারও সুযোগ নেই। শুধুমাত্র কৃষকদের উপকারের জন্যই এই ঋণ প্রদান করা হয়। এই টাকা নেওয়ার জন্য কোন কৃষককে দশ টাকার একটি ফরমও কেনা লাগে না। ৬ মাস পর যখন কৃষকরা লোন পরিশোধ করবেন তখন শুধুমাত্র যে টাকাটা লোন হিসেবে নিয়েছিলেন শুধুমাত্র সে-ই টাকাটাই ফেরত দিবেন।

আমরা গলায় পাড়া দিয়ে কারও কাছ থেকে টাকা আদায় করি না। প্রকল্প শুরুর সময় অনেকেই টাকা ফেরত পাওয়া নিয়ে আশংকা প্রকাশ করেছিলেন। তখন বলেছিলাম, গরীরবা কারও টাকা মেরে খায় না।

তিনি বলেন, এবার ১২০ জন কৃষককে ১১ লাখ টাকা কর্জ দেওয়া হচ্ছে। কৃষকরা এই টাকা দিয়ে তাদের ফসল ফলাবে৷ ৬ মাস পর হালখাতা করে উৎসব আমেজের মধ্য দিয়ে টাকা ফেরত নেওয়া হবে। এমনকি শুধুমাত্র কৃষকরাই না, ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও এই ঋণ বিতরণ করা হবে।

কর্জ বিতরণ অনুষ্ঠানে মহিদুর রহমান হীরার সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক রুহুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক কৃষি কর্মকর্তা শাহ মাহমুদ, অর্থ সম্পাদক কামরুজ্জামান মিলন, কেওয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান সহ সংগঠনটি অন্যান্য সদস্য ও বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

(একে/এসপি/নভেম্বর ২৯, ২০২৪)