ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

টাঙ্গাইলে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২৪ ডিসেম্বর ২৭ ১৮:১৩:৩৪
টাঙ্গাইলে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৈশাখী টিভির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

বৈশাখী টিভিকে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিলউজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসএএম/এএস/ডিসেম্বর ২৭, ২০২৪)