ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শরিফের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে শোডাউন

২০২৫ জানুয়ারি ১০ ২৩:১৮:৩৭
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা শরিফের নেতৃত্বে শত শত কর্মী নিয়ে শোডাউন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ফতুল্লা থানা, আহবায়ক মোঃ শরিফ হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদের শীতবস্ত্র উপহার ও জনসভায় শত শত কর্মী নিয়ে শোডাউন।

১০ জানুয়ারি (শুক্রবার) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার জনসম্পৃক্ততা সৃষ্টিতে আলোচনা সভা এবং শীতবস্ত্র উপহারের আয়োজন করা হয়।

এসময় বিএনপি নেতা শরিফ হোসেনের নেতৃত্ব রফেদ আলী, বাদশা, স্বপন, ফয়েজ আহমেদ, মামুন, সবুজ, মনির, কামাল, আক্তার হোসেন সহ শত শত কর্মী নিয়ে শোডাউন করে উক্ত আয়োজনে উপস্থিত হন।

উক্ত অনুষ্ঠানে সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জাসাস ও সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড বিএনপি মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় ও সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি অধ্যাপক মামুন মাহমুদ এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি সেচ্ছাসেবক দল, নারায়ণগঞ্জ জেলা মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পিছিয়ে পড়া বাংলাদেশকে বিশ্বের দরবারে সামনের সাড়িতে নিয়ে যাবেন তারেক রহমান। ২ বছর পূর্বে কিভাবে গড়ে তুলতে চায় এই বাংলাদেশকে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে সেই সময় বিএনপি এই রাষ্ট্রকে মেরামত করবে, এ রাষ্ট্রকে পরিচালিত করবে, অর্থনৈতিকভাবে দুর্গস্থ একটি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। বিচার ব্যবস্থায় পিছিয়ে গিয়ে ছিলো, স্বাস্থ্য খাতে পিছিয়ে গিয়ে ছিলো এর মূল কারণ ছিলো বিগত ১৫ বছর একটি স্বৈরশাসক বাংলাদেশকে দখল করে রেখেছিলো। তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।

বক্তব্য শেষে ওয়ার্ডের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়।

(এসএএস/এএস/জানুয়ারি ১০, ২০২৫)