ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

তিন উপজেলা সাংবাদিকদের সাথে মা মনি ডায়াগনষ্টিক সেন্টার পরিচালকদের মতবিনিময়

২০২৫ জানুয়ারি ২১ ২০:১২:৪০
তিন উপজেলা সাংবাদিকদের সাথে মা মনি ডায়াগনষ্টিক সেন্টার পরিচালকদের মতবিনিময়

রিপন মারমা, রাঙ্গামাটি : তিন উপজেলা রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাজস্থলী সাংবাদিকদের সাথে রোগ নির্ণয় কেন্দ্র মনি ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ডায়াগনষ্টিক সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক শিবু প্রসাদ সিংহ।

পরিচালক দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন, ডা. এস এ (শহীদুল আনোয়ার) চৌধুরী। এসময় তিনি বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিক ও মা মনি ডায়াগনষ্টিক সেন্টার সেবার মান বেড়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি সকলকে নিয়ে।অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন ডা. তাপস দেব, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এয়াকুব আলী মনি, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহফুজ আলম, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক জগলুল হুদা, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমুখ। সভায় রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাজস্থলী প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/জানুয়ারি ২১, ২০২৫)