ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
প্রচ্ছদ » আনন্দ বেলা » বিস্তারিত
শীতবস্ত্র
২০২৫ জানুয়ারি ২৫ ১৩:২৬:৩০
আরিফুন নেছা সুখী
শীত এসেছে শীত এসেছে
দিচ্ছে জানান শীতকাল,
তাই তো দেখ গায়ে চেপেছি
সোয়েটার ও গরম শাল।
প্রতি শীতেই নতুন কাপড়
হাল ফ্যাশনে যা আসে,
সোয়েটার ও শাল চাপিয়ে
খুব আরামে যাই হেসে।
চলার পথে চোখে পড়ে
বস্তা গায়ে শুয়ে কেউ,
কষ্টে তারা কাঁপছে শীতে
আমার মুখে হাসির ঢেউ।
শনিবারে পুলওভার আর
রবিবারে গার্ডিগ্যান,
সপ্তাহ জুড়েই পোশাক বদল
আরও আছে হুড ফ্যাশন।
কিন্তু ওরা কাঁপছে শীতে
আমরা কিছু বিবেকবান,
একটু খানি দিলে নজর
রক্ষা পাবে অনেক প্রাণ।