ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত
স্বপ্ন ঘুড়ি
২০২৫ জানুয়ারি ২৫ ১৩:৩০:৩৫
মোঃ সিরাজ আল মাসুদ
আমার হলদে রঙের ঘুড়িটা
আর নাটাইয়ে জমানো সুতো,
সব টুকু তার ছেড়ে দিয়েছি
ঐ দূর আকাশে যত।
হঠাৎ মনে হলো -
পাখির মত উড়ে বেড়াবার স্বাধীনতা
তার আছে,
স্বপ্ন ছোঁয়া দিগন্ত রেখা
ছুঁয়ে যদি তার জাত বাঁচে।
জানি, বেলা শেষে ফিরবে ঘরে -
নাটাইয়ের সূতো ধুয়ে,
নোংরা জলে গা ভিজিয়ে
ফিরছে ঠিকই সর্বস্ব খুইয়ে ।
নিকষ কালো অন্ধকারে
ক্ষত আঁকা শরীরে,
রাত দুপুরে মায়াবতী
ক্লান্ত দেহে ঘুমের গভীরে ।
অতঃপর দিনের আলোয়
বেহায়ার মুখে সাহসী হাসি,
স্তম্ভিত এই আমি ভাবছি বসে-
"স্বাধীনতার এবার বাজছে বাঁশি। "
থুথু ছিটাই এমন স্বাধীনতায়
নিরবে উঠি বলে,
উচ্ছন্নে যাচ্ছে যুবতী সময়
স্বাধীনতা ভোগের নানা ছলে।