ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে এনজিও কর্মীর শরীরে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৭:৪৬:৪৯
গোপালগঞ্জে এনজিও কর্মীর শরীরে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিশ্ব মুক্তবানী সংস্থার সভা চলাকালীন সময় সদস্যদের ওপর হামলা ও শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে শ্যামল মন্ডল (৪৯) নামের ওই সংস্থার কোষাধ্যক্ষ অগ্নিদগ্ধ হয়েছে। তাকে প্রথমে গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বিশ্ব মুক্তবানী সংস্থায় (ডগলাস) এঘটনা ঘটে।

আগুনে ঝলসে যাওয়া শ্যামল মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলা করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের নকুল বিশ্বাসের ছেলে।

তিনি ঢাকা কৈননিয়া নামের একটি সংস্থায় চাকরি করেন। তিনি গোপালগঞ্জের খ্রিষ্টানদের সেচ্ছাসেবী সংগঠন বিশ্ব মুক্তবানী সংস্থার কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ।

বিশ্ব মুক্তবানী সংস্থার (ডগলাস প্রকল্প) নির্বাহী পরিচাক শলোমন অপূর্ব বাড়ৈ বলেন, গোপালগঞ্জের বেদগ্রামে বিশ্ব মুক্তবানী সংস্থার সামনে ও ভিতরে জায়গা দখল করার জন্য দীর্ঘদিন পায়তারা করছে এন্ড্রু বিশ্বাস। আজ ছিলো কার্য নির্বাহী কমিটির নির্ধারিত সভা। এন্ড্রু সংস্থার বর্তমান কমিটির কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি দ্বায়িত্ব পালন করে আসছে।

এন্ড্রু বিশ্বাস আজ সভায় উপস্থিত ছিলো না। সভা শুরু হওয়ার কিছু সময় পর এন্ড্রু বিশ্বাস সভা বানচাল করার জন্য ৪০ থেকে ৫০ লোকজন নিয়ে সভা কক্ষে প্রবেশ করে। এক পর্যায়ে উপস্থিত সদস্যদের বেধড়ক পারপিট করে। আতংকে সদস্যা দৌড়ে বের হয়। এসময় সংস্থার ট্রেজারার শ্যামল মন্ডলকে কক্ষে আটকে প্রথমে মারপিট পরে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে হত্যার চেষ্টা করে। এতে গুরতর অগ্নিদগ্ধ হন তিনি। সংস্থার সদস্যরা তাকে উদ্ধার করে প্রথম গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করে।

সংস্থা সাধারন সম্পাদক দানিয়েল বৈদ্য বলেন, আমি খুলনার ট্রাবোনাকাল গ্রেস এজি চার্জের পুরহিতের দায়িত্ব পালন করছি। গত বৃহস্পতিবার এন্ড্রু বিশ্বাস তার ভাগনে সুকলাল মজুমদার ও আকাশ মজুমদার খুলনায় এসে আমাকে আজকের সভায় উপস্থিত না হওয়ার জন্য হুমকি দেয় এবং আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। আমি গোপালগঞ্জের আসলে আমাকে দেখে নেবে বলেও হুমকি দিয়ে আসে। তার উদ্দেশ্য গোপালগঞ্জ বিশ্ব মুক্তবানী সংস্থার জায়গা দখল করে সেখানে তার কতৃত্ব প্রতিষ্ঠা করবে। আজ এন্ড্রু বিশ্বাসের নেতৃত্ব প্রভাস বাড়ৈ, দীলিপ বাড়ৈ, আইজ্যাক বাড়ৈ, জুয়েল বাড়ৈ, মিকাইল বাড়ৈ, লিটন বল্বব, সুকলাল মাজুমদারসহ ৪০-৫০ লোক নিয়ে এ হামলা করে।

এবিষয়ে এন্ড্রু বিশ্বাসের সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান, আমর বিরুদ্ধে জায়গা দখলের যে অভিযোগ করা হয়েছে তা সটিক নয়।

সংস্থা সাধারণ সম্পাদক দানিয়েল বৈদ্যকে শারীরিক ভাবে লাঞ্চিত করার বিষয়ে তিনি বলেন আমি তার বড় ভাই হিসেবে একটা থাপ্পড় মেরেছি।

তবে আজ আমার কোন লোক হামলা করেনি। কারা তাদের উপর হামলা করেছে বা পুড়িয়েছে তা আমার জানা নেই।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মো. আব্দুলাহ রাজিব বলেন, আজ দুপুরে শ্যামল মন্ডল নামের এক অগ্নিদগ্ধ রোগীকে জরুরি বিভাগে ভর্তি করে। তার বুক,পেট,দুইহাতের সব জায়গায় পুড়ে গেছে। রোগী যন্ত্রণায় ছটফট করছিলো আমরা তাত্ক্ষণিক ভাবে প্রথমিক চিকিৎসা দিয়ে ভর্তি দিয়েছি। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে শুনেছি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান বলে, জাতিয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে আমরা জানতে পারি বেদগ্রাম বিশ্ব মুক্তবানী সংস্থার সভা চলাকালীন সময়ে হামলা ও একজনকে অগ্নিদগ্ধ করা হয়েছে। সেখানে ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৫)