ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কৃষকের পাশে থাকার অঙ্গীকার নগরকান্দা কৃষক দলের

২০২৫ ফেব্রুয়ারি ০৮ ২০:০৩:৪৬
কৃষকের পাশে থাকার অঙ্গীকার নগরকান্দা কৃষক দলের

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসেবে। ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার বিকেলে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ইউপি কার্যালয় সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পুরাপাড়া ইউনিয়নের কৃষকদলের আহবায়ক খোকন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ পায়েক খাঁর সঞ্চালনায় সমাবেশে শুরু হয়।

সমাবেশে বক্তরাখেন নগরকান্দা-সালথা সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান (আসাদ) কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইয়াদ, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইয়ালাম শান্ত,মোঃ জাহিদ হোসেন যুগ্ন আহবায়ক খায়রুজ্জামান ভুলু মুন্সী।

ইউপি বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাতব্বর, ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ আলিমুজ্জামান টুলু মুন্সি, সহ অন্যান্য প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার পরিচালনা করলে কৃষি ও কৃষকের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে। কৃষক কার্ডের মাধ্যমে ফসল উৎপাদনে সহায়তা প্রদান , সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

(পিবি/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৫)