ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দিনাজপুরে পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১
২০২৫ ফেব্রুয়ারি ০৮ ২৩:৫৭:১৯
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি পিস্তল ও গুলিসহ ছাদেকুল ইসলাম নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের কোতয়ালী থানাধীন ০৮ নং শংকরপুর ইউনিয়নের শংকরপুর সোনাহার গ্রামস্থ মোঃ ছাদেকুল ইসলাম (৪১) পিতা মোঃ আলাউদ্দিন এর বসতবাড়ীর ভেতর থেকে দেশীয় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় মোঃ ছাদেকুল ইসলামকে।
উদ্ধারকৃত ০১ টি দেশিয় পিস্তল, ০১ রাউন্ড গুলি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। আসামীকে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ওসি মো. মতিউর রহমান।
(এসএএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৫)