ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

‘শিল্পখাতে অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতির জন্য একটি মহল জড়িত’

২০২৫ মার্চ ১৩ ১৩:৩৯:৩৭
‘শিল্পখাতে অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতির জন্য একটি মহল জড়িত’

স্টাফ রিপোর্টার : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। এখানে যাদের মধ্যে আঘাত লেগেছে বা সংক্ষুব্ধ তারা চাইছে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় ও প্রশাসন ব্যর্থ হয়।

শিল্পখাত অস্থিরতাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এই মহল জড়িত। তাদের প্রতিহত করাই পুলিশের কাজ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদযাত্রায় বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়েন। মানুষের সম্পত্তি, বাসা বাড়িতে চুরি, ছিনতাই প্রতিরোধে সারা দেশে বিশেষ নজরদারি থাকবে। তারপরও সবাই বাড়িঘর তালা দিয়ে যাবেন।

এর আগে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোগরখাল এলাকায় শিল্প পুলিশ সদস্যদের অংশগ্রহণে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় আইজিপি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। বিএনপি, আওয়ামী লীগ বুঝি না। ৫ আগস্টের আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে। কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে। এটা যে অর্ডার করেছে দায়ভার তার। তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সিবগাতুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার।
(ওএস/এএস/মার্চ ১৩, ২০২৫)