ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত

ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার টন চাল

২০২৫ মার্চ ২২ ১৭:১৯:২০
ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার টন চাল

স্টাফ রিপোর্টার : ভিয়েতনাম থেকে আমদানি করা ২৯ হাজার টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়, ভিয়েতনাম থেকে জি-টু-জি চুক্তির আওতায় ২৯ হাজার টন আতপ চাল নিয়ে এমভি ওবিই দিনারস জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুই চালানে ৩০ হাজার ৩০০ টন চাল এরইমধ্যে দেশে পৌঁছেছে।

(ওএস/এসপি/মার্চ ২২, ২০২৫)