ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারিতে ৭ শিশুর জন্ম

২০২৫ মার্চ ২৩ ১৮:৪৫:০৯
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারিতে ৭ শিশুর জন্ম

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে ২৪ ঘণ্টায় ৭ শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে তিনজন ছেলে ও চার জন কন্যাশিশু নবজাতক ও প্রসূতিরা সুস্থ রয়েছেন।২৪ ঘণ্টায় ৭ জন নবজাতকের জন্মের রেকর্ড হয়েছে স্বাস্থ্য কেন্দ্রটিতে।

আজ রবিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা, গাইনী কনসালটেন্ট ডাঃ তওফিকুন নাহার মোনার সার্বিক তত্ত্বাবধানে এ ডেলিভারি সম্পন্ন করেন সিনিয়র স্টাফ নার্স করুনাময়ী তঞ্চঁঙ্গ্যা প্রমিলা বিশ্বাসের নেতৃত্বে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত নার্সিং কর্মকর্তাগণ।

এছাড়া তিনি আরো বলেন, ‘শিশু ও মাতৃমৃত্যুহার কমানোর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ডেলিভারির যে লক্ষ্যমাত্রা, সে লক্ষ্যে আমাদের লোকজন মাঠ পর্যায়ে কাজ করে। স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের জন্য প্রসূতিরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদের মোবাইল নম্বর রেখে দিয়ে পরবর্তীতে যোগাযোগ করা হয়। ডেলিভারির সময় হলে আগেই তাদের জানিয়ে দেওয়া হয়। এজন্য বাড়িতে ডেলিভারি না করে তারা সময়মতো হাসপাতালে চলে আসে।’

বর্তমানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপ্তাইয়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবার বাতিঘর হিসেবে পরিচিতি পেয়েছে। দুর্গম অঞ্চলের রোগীরা এখানে খুব সহজে সর্বোচ্ছ স্বাস্থ্য সেবা পাচ্ছে। এর আগেও নরমাল ডেলিভারীতে কাপ্তাই কয়েকটি শিশুর জন্ম হয়েছে।

(আরএম/এসপি/মার্চ ২৩, ২০২৫)