ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

ঈদ উপলক্ষে মুক্তি পেল অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’

২০২৫ মার্চ ২৮ ১৯:০৪:২০
ঈদ উপলক্ষে মুক্তি পেল অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’

বিনোদন ডেস্ক : সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’ মুক্তি পেয়েছে স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামটিতে রয়েছে ‘আবছা নীল কণা’ শিরোনামের গানটি সহ মোট সাতটি গান।

ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন চৌধুরী বলেন, ‘প্রথম অ্যালবামের ক্ষেত্রে শ্রোতাদের সমর্থন এবং ভালোবাসা ছিল আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে এমন একটি মাধ্যম যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’

২০০৯ সালে যাত্রা শুরু করা অপার্থিব ব্যান্ডের বর্তমান পাঁচ সদস্যই কানাডার অটোয়াতে বসবাস করছেন এবং সেখান থেকেই তাদের সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন। ব্যান্ড সদস্যরা হলেন- সৈয়দ আদনান আলী (ড্রামস), সালেহীন চৌধুরী (ভোকাল ও গিটার), আসফিন হায়দার (ভোকাল), আদিয়ান ফয়সাল (কি-বোর্ড) এবং সৈয়দ আহসান আলী (বেজ গিটার)।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয় অ্যালবামের পাঁচ নম্বর গান ‘পথিক’। এই গানটিতে অতিথি গিটারিস্ট হিসেবে অংশ নেন জনপ্রিয় গিটারিস্ট সাজ্জাদুল আরেফিন।

অপার্থিব বিশ্বব্যাপী শ্রোতাদের সঙ্গে তাদের সংগীত ভাগ করে নিতে এবং নতুন মাত্রায় সংগীত চর্চাকে নিয়ে যেতে আগ্রহী।

অ্যালবাম শুনতে ভিজিট করুন: https://ffm.to/ank,
‘আবছা নীল কণা’ ভিডিও-টি দেখতে ক্লিক করুন: https://youtu.be/-Movswva8mY?si=ETJpk0AJL8B1S8Sh

অপার্থিব সম্পর্কে জানতে: www.opartheeb.com, Facebook: http://www.facebook.com/opartheebmusic

(পিআর/এসপি/মার্চ ২৮, ২০২৫)