প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
ইউক্রেনে নতুন প্রশাসন চান ভ্লাদিমির পুতিন
২০২৫ মার্চ ২৯ ০০:১২:৪৫আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নতুন শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেছেন, ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে সাময়িক একটি প্রশাসনকে ক্ষমতায় বসাতে হবে। ওই প্রশাসনের হাত ধরেই যুদ্ধ বন্ধ হবে।
শুক্রবার (২৮ মার্চ) রাশিয়ার উত্তরাঞ্চলের মুরমানস্ক বন্দর পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় করে পুতিন বলেন, আমার মতে, যুক্তরাষ্ট্রে নতুনভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট বিভিন্ন কারণে এ সংঘাত শেষ করার বিষয়ে সচেতন।
রয়টার্স প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে সাময়িক প্রশাসন ক্ষমতায় এলে তাদের অধীন নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যুদ্ধ বন্ধ হবে জানিয়ে করে পুতিন বলেন, এ যুদ্ধসহ যেকোনো যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রাশিয়া। তবে এমন কোনো সমাধানের জন্য মস্কো কোনো ছাড় দিতে পারবে না। যুদ্ধের সম্মুখসারিতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা কৌশলগতভাবে এগিয়ে রয়েছেন।
এদিকে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পুতিনের ফোনালাপ হয়েছে। ফোনালাপে ইউক্রেন যুদ্ধের পাশপাশি সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুজন।
সেখানে এরদোয়ান বলেন, আঞ্চলিক সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মস্কো ও আঙ্কারা।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের এক–পঞ্চমাংশ এলাকা এখন রাশিয়ার দখলে। দেশটিতে ইউক্রেন বাহিনীর বিপরীতে ভালো অবস্থানে রয়েছে রুশ বাহিনী।
(ওএস/এসপি/মার্চ ২৯, ২০২৫)