প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামিনে মুক্ত, মা করালেন দুধ দিয়ে গোসল
২০২৫ মার্চ ২৯ ১৭:৫৩:৫৯
একে আজাদ, রাজবাড়ী : জামিনে মুক্ত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদকে দুধ দিয়ে গোসল করিয়েছেন তার মা।
গত শুক্রবার রাতে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ১৯ ফেব্রুয়ারি পুলিশ এরশাদকে গ্রেপ্তার করে। ২৬ মার্চ কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। এরশাদ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে।
গত শুক্রবার রাতে সাইফুল ইসলাম এরশাদ তার নিজ ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। পোস্টটিতে কোনো ক্যাপশান ছিল না। ৫১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এরশাদের মা বালতি থেকে মগে দুধ নিয়ে তাকে গোসল করাচ্ছেন। দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও ছিল।
এ বিষয়ে সাইফুল ইসলাম এরশাদ বলেন, আমার মা মানত করেছিলেন যে, মিথ্যা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হলে তিনি আমাকে দুধ দিয়ে গোসল করাবেন। গত ২৬ মার্চ সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরার পর আমার মা খুশি হয়ে দুধ দিয়ে গোসল করিয়েছেন।
জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট তারিখে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে ২ সেপ্টেম্বর তারিখে জিসান খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। এই মামলার আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরশাদ বর্তমানে জেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত।
(একে/এসপি/মার্চ ২৯, ২০২৫)