ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত

খোলা আকাশের নিচে বহু মানুষ

ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

২০২৫ মার্চ ২৯ ১৮:০২:৩১
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সৃষ্ট সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। দেশটির সামরিক বাহিনীর দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০০২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, এই ভূমিকম্পের প্রভাবে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও সাত জনের মৃত্যু হওয়ার তথ্য পাওয়া গেছে। গতকালের ওই ভূমিকম্পের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় ২০২১ সাল থেকে মিয়ানমার শাসন করা সামরিক জান্তা দেশটির সাগাইং, মান্দালয়, মাগওয়ে, বাগো, ইস্টার শান রাজ্য এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

পাশাপাশি, পরিস্থিতি মোকাবিলায় জান্তা সরকার আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।

বিবিসি বার্মিজ সার্ভিস জানিয়েছে যে আবারও একটি শক্তিশালী ভূমিকম্প হতে পারে, এই আশঙ্কায় অনেক মানুষ গতকাল রাতে খোলা আকাশের নিচে ঘুমিয়েছে।

(ওএস/এসপি/মার্চ ২৯, ২০২৫)