প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপাসিয়ায় ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষা কোর্স সমাপনী ও পুরস্কার বিতরণ
২০২৫ মার্চ ২৯ ১৮:৩৬:৫৯
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : কাপাসিয়া উপজেলার বৃহত্তম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "ভূইয়া ফাউন্ডেশন" এর ব্যবস্থাপনায় এবং ঐতিহ্যবাহী দ্বিনী প্রতিষ্ঠান ভাকোয়াদী রিয়াজুল জান্নাহ আদর্শ বালিকা মাদরাসার উদ্যোগে আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষা কর্মসূচী আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
মহাগ্রন্থ আল্ কুরআন শিক্ষা কোর্স সমাপনী উপলক্ষে ২৯ মার্চ, শনিবার সকালে মাদরাসা মিলনায়তনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাকোয়াদী গ্রামের কৃতি সন্তান উপজেলা রিসোর্স অফিসার মোহাম্মদ ইমরান হাসান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর্স সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত নৌবাহিনী অফিসার মো: মাহবুবুর রহমান বিন্তাজ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী মো: সফিকুল আলম ভূইয়া, আবু বকর ভূইয়া,শহীদুল ইসলাম ভূইয়া, মাকসুদুর রহমান ভূইয়া।
বয়স্ক মহিলাদের কুরআন শিক্ষা কর্মসূচী সফলভাবে বাস্তবায়নে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো: আমিনুল ইসলাম, মো: দানিসুর রহমান, মো: শাহ আলম ভূইয়া, মাহফুজুর রহমান নাসির ভূইয়া প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বয়ষ্কদের মাঝে কুরআন শরীফের কপি ও আকর্ষনীয় পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আগত ভূইয়া ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, ভবিষ্যতেও বয়ষ্ক মহিলাদের কুরআন শিক্ষা কর্মসূচী অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
(এসকেডি/এসপি/মার্চ ২৯, ২০২৫)