ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » শিল্প-সাহিত্য » বিস্তারিত

আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক

২০২৫ মার্চ ৩০ ১৮:১২:৪৭
আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক










১. এই ফজলু, চিল্লাস ক্যান

এই ফজলু, চিল্লাস ক্যান? তুই কি ব্যাটা খুব বোকা!
মগজ তোর খাচ্ছে ঘুণে? ঢুকছে মাথায় ঘুণ পোকা?
ঠাণ্ডা হ, চিন্তা কর
ভেবেচিন্তে পথটা ধর
আম যাবে ছালা যাবে, বলবে শেষে খাইছি ধোকা!

২. ওরে আবাল

ওরে আবাল, দেখছি সব, দেখছি তোর চোটপাট
ক্ষমতা পাবার আগেই তোরা করছো শুরু লুটপাট
আঙুল তুলে 'চুপ' বললি কারে!
আবাল তুই, চিনিস নাকি তারে?
আবার সে নামলে পথে, চাঙে যাবে ভোট-বাট!

৩. সেই প্রথারই স্বাধীনতায়

ষোল বছর কি করেছো? করতে কিছুই পারো নি
মার দিয়েছে জেল দিয়েছে, কাউকে তখন মারো নি
আজকে যাদের বলছো কথা
আনছে দেশে তারাই প্রথা
সেই প্রথারই স্বাধীনতায় বলতে কথা ছড়ো নি!

৪. সব মজুরি দাও মিটিয়ে

ওদের শ্রমে মেশিন ঘুরে, তোমার আসে ডলার
এদের রক্ত চুষে খাবে! করবো না আর 'টলার'
সব মজুরি দাও মিটিয়ে
তুলবো না হয় চাম, পিটিয়ে
সময় কিন্তু আর দেবো না, কোনো কথাই বলার।