ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ঈদে নানার বাড়ি যাওয়া হলো না কলেজ ছাত্রী জোবাইদার

২০২৫ মার্চ ৩০ ১৮:৩৪:৫২
ঈদে নানার বাড়ি যাওয়া হলো না কলেজ ছাত্রী জোবাইদার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ঈদ উপলক্ষে নানার বাড়ি যাওয়া হলো না সাতক্ষীরা সদরের আখড়াখোলা আইডিয়াল কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও শিবনগর গ্রামের জোবাইদা খাতুনের।

আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মামার সঙ্গে ভ্যানযোগে নানার বাড়ি কুশখালি ইউনিয়নের ছয়ঘরিয়া যাওয়ার পথে দ্রুতগামি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় জোবাইদা। মুমুর্ষ অবস্থায় মামা আরিফুল ইসলামকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোবাইদার (১৮) বাবার নাম এবাদুল ইসলাম। ও আরিফুলের (৩৮) বাবার নাম আরিজুল ইসলাম।

সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রামের আরিজুল ইসলাম জানান, তার ছেলে আরিফুল গোপালগঞ্জে অকিজ বিড়ি কোম্পানীতে কর্মরত। ঈদের ছুটিতে রবিবার সকালে গোপালগঞ্জ থেকে বোনের বাড়ি সাতক্ষীরা সদরের শিবনগরে আসে আরিফুল। সেখান থেকে ভাগ্নি কলেজ ছাত্রী জোবাইদাকে নিয়ে ভ্যানযোগে তাদির বাড়িতে নিয়ে যাওয়ার সময় সকাল সাড়ে ৯টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামি ট্রাক ঢাকা মেট্রো-ট-২২-৩৮৭৫ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে যেয়ে তুজুলপুর ফুটবল মাঠের পাশে তাদের ভ্যানে সজোরে ধাক্কা মারলে চালকসহ মামা ও ভাগ্নি মারাত্মক জখম হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটি একটি জোবাইদা ও আরিফুলকে সদর হাসপাতালে নিয়ে এলে জোবাইদাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোমা রানী দাস। অবস্থার অবনতি হওয়ায় আরিফুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে ভ্যানচালককে ঝাউডাঙার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সোমা দাস জানান, মস্তিস্কে আঘাত জনিত কারণে জোবাইদার মৃত্যু হয়েছে। তবে আরিফুলের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মহিতুর ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

(আরকে/এসপি/মার্চ ৩০, ২০২৫)