ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বেশি দামে মাংস বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

২০২৫ মার্চ ৩০ ১৮:৪৫:০৫
বেশি দামে মাংস বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদীতে অতিরিক্ত মূল্যে গারুর মাংস বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার দুপুরে উপজেলার আশোকাঠী বাজারের মাংস ব্যবসায়ী বাবুল কসাইয়ের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাংস ব্যবসায়ীদের সাথে সভা করে সাতশ’ থেকে সাড়ে সাতশ’ টাকা পর্যন্ত প্রতি কেজি মাংসের মূল্যে নির্ধারন করে দেওয়া হয়। সেই সিদ্ধান্তকে অমান্য করে আশোকাঠী বাজারের জনৈক বাবুল কসাইয়ের দোকানে প্রতি কেজি মাংস আটশ’ টাকায় বিক্রি করে আসছিলো। বিষয়টি একাধিক ভোক্তার মাধ্যমে জানতে পেরে ওই দোকানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এসপি/মার্চ ৩০, ২০২৫)