ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বিএনপি নেতার উদ্যোগে দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

২০২৫ মার্চ ৩১ ০৯:৩৮:৫৫
বিএনপি নেতার উদ্যোগে দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছে শহর বিএনপির ৭ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ। ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও জেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর ব্যক্তিগত তহবিল থেকে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (৩০ মার্চ) সকালে শহরের পুরাতন বাইপাস মোড় এলাকায় অনুষ্ঠিত ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাদারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আল মাসুদ, ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজল, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ঈদ একটি ধর্মীয় উৎসব হলেও তা সম্প্রীতি, শান্তি ও একতার শিক্ষা দেয়। এই সময়ে সমাজের অসহায় ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। বিএনপি সবসময় এই ধরনের কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে থাকবে।

বক্তব্য শেষে প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, সেমাই চিনিসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিএনপির এই উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

(আরআর/এসপি/মার্চ ৩১, ২০২৫)