প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মহম্মদপুরে ‘নবমতি পদক প্রদান’ ও ‘এই দেশে এক জুলাই এসেছিল’ বইয়ের মোড়ক উন্মোচন
২০২৫ মার্চ ৩১ ০৯:৫৬:১৭
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরের নবমতি সাহিত্য পরিষদের আয়োজনে এই প্রথমবার সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচটি ক্ষেত্রে "নবমতি পদক-২০২৫" প্রদান এবং আরাফাত শাহীনের লেখা 'এই দেশে এক জুলাই এসেছিল' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকালে উপজেলার নহাটায় স্বপ্ন কোচিং সেন্টার, নবগঙ্গা রিভারভিউ কমিউনিটি সেন্টারে এই "নবমতি পদক" প্রদান এবং 'এই দেশে এক জুলাই এসেছিল' বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আমিনুর রহমান কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ ওসমান আলীকে "নবমতি সাহিত্য পদক', শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আমিনুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোঃ অছিউজ্জামান বুলবুলকে 'নবমতি শিক্ষা পদক', সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাগুরা সদরের গোয়ালবাথান হেল্প এন্ড ব্লাড ডোনার্স ক্লাবকে 'নবমতি সমাজসেবা পদক', শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিল ইছামতি শিল্পী সংঘকে 'নবমতি শিল্প-সংস্কৃতি পদক' এবং কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কৃষক মোঃ হাবিবুর রহমানকে 'নবমতি কৃষি পদক" প্রদান করা হয়েছে।
মোঃ সহকারী শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জুলফিকার আলী, বিভাগীয় প্রধান (রাষ্ট্রবিজ্ঞান), মিউনিসিপ্যাল কলেজ যশোর।
আলোচনার শুরুতেই আরাফাত শাহীনের লেখা 'এই দেশে এক জুলাই এসেছিল' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোঃ শাহাজাহান মিয়ার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট নাট্যকার ও গবেষক কবি সালাহ্উদদীন আহমেদ মিলটন ও কবি শিকদার ওয়ালিউজ্জামান
সাধারণ সম্পাদক সপ্তক সাহিত্য চক্র অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ হাবিবুল্লাহর, প্রভাষক মোঃ ইলিয়াস হোসেন ও মোঃ বিলাল হোসেন।
(বিএস/এসপি/মার্চ ৩১, ২০২৫)