ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত
২০২৫ মার্চ ৩১ ১৬:১৬:০৬
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
আজ সোমবার পবিত্র ঈদের দিনে সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসল্লিরা।
নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। শেষে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতী রবিউল ইসলাম জানান, উৎসবমূখর পরিবেশে এবছর সালথা উপজেলার ৭৩টিরও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
(এএন/এসপি/মার্চ ৩১, ২০২৫)