প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
ঈদ আনন্দে সামিল হলেন রোনালদোও
২০২৫ মার্চ ৩১ ১৬:৩৬:৫২স্পোর্টস ডেস্ক : ইউরোপ মাতিয়ে এখন ক্রিশ্চিয়ানো রোনালদো মাতাচ্ছেন সৌদি আরবের ফুটবল। দুই বছরের বেশি সময় ধরে তিনি খেলছেন সৌদি ফুটবল ক্লাব আল নাসরের হয়ে। সৌদিতে অনেক দিন খেলার কারণে সেখানকার সংস্কৃতির সঙ্গে ভালোই পরিচিত হয়ে উঠেছেন তিনি।
যে কারণে এবার ঈদ-উল ফিতরের আনন্দও তিনি উদযাপন করেছেন সৌদি মানুষদের সঙ্গে। এক্স হ্যান্ডেলে জোব্বা পরে, সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলে পোস্ট করে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন রোনালদো। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।’
মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক ক্লাব আল হিলালও। বরাবরের মতো এবারও মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বার্তা দিয়ে সামিল হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।
(ওএস/এসপি/মার্চ ৩১, ২০২৫)