ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কালকিনিতে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মেলায় মানুষের ঢল

২০২৫ এপ্রিল ০১ ১৫:৫৩:১৭
কালকিনিতে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মেলায় মানুষের ঢল

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে দুই দিনের জন্য অনুষ্ঠিত হলো দুইশত বছরের ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মেলা।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে মেলা শেষ হবে। এরআগে সোমবার (৩১ মার্চ) সকালে এই মেলা শুরু হয়। মূলত ঈদের দিন এই মেলা অনুষ্ঠিত হলেও চলে দুইদিন। এই ঐতিহ্যবাহী মেলায় দুইদিনেই মানুষের ঢল নামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে দুইশত বছর ধরে ঈদ উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শুরুর দিকে তিন চারটি মিষ্টির দোকান থাকলেও আজ তা বৃহত্তর আকারে অনুষ্ঠিত হয়। পাশাপাশা ঈদের দিনের জন্য মেলার আয়োজন করা হলেও মেলা চলে দুই দিন। মেলায় নানা ধরণের খাবারের দোকান, আসবাবপত্র, কসমেটিকস, খেলনা, ঘর সাজানোর জিনিসপত্রসহ নানা ধরণের অর্ধশত দোকান বসেছে। আশে-পাশের জেলা থেকেও মানুষজন এই মেলায় ঘুরতে আসে।

পরিবার নিয়ে ঘুরতে আসা মিন্টু রহমান বলেন, এই মেলা আমাদের এই রমজানপুর গ্রামের ঐতিহ্য বহন করে। বাপ-দাদার কাছ থেকে শুনেছি প্রায় দুইশত বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তাই পরিবার নিয়ে এই মেলায় ঘুরে এসেছি।

মেলায় ঘুরতে আসা ১০ বছরের শিশু তাহসিন বলেন, মেলায় অনেক খেলনা পাওয়া যায়। তাই বাবার সাথে মেলায় এসেছি। অনেক ভালো লেগেছে।

মেলায় খেলনা বিক্রেতা মহসিন হোসেন, চটপটি ও ফুচকা বিক্রেতা জামাল মিয়া, প্রসাধনি বিক্রেতা কামাল বেপারী জানান, মেলায় আমাদের বেচাকেনা ভালো হয়। তাই প্রতিবছরই এখানে দোকান দেই। লাভও ভালো হয়।

কালকিনির রমজানপুরের মেলা পরিচালনা কমিটির সদস্য স্বপন মোল্লা ও বদিউজ্জামান বিল্পব জানান, প্রায় দুইশত বছর ধরে এইখানে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মুলত এটা ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় ছোট বড় নারী পুরষ, শিশুসহ সব বয়ষের মানুষের আনাগোনা হয়। ঈদের দিনের জন্য মেলা অনুষ্ঠিত হলেও দুইদিন এই মেলা থাকে। তাই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেছে। এছাড়াও মেলার প্রবেশ পথে সেচ্ছাসেবকরাও কাজ করছে। আশা করছি এই এতিহ্যবাহী মেলা প্রতিবছরই অনুষ্ঠিত হবে।

(এএসএ/এসপি/এপ্রিল ০১, ২০২৫)